ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘দোকান-সংসার চালাইতে পারলাম না, তাই দুনিয়া ত্যাগ করলাম’

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ২০ নভেম্বর ২০২৫  
‘দোকান-সংসার চালাইতে পারলাম না, তাই দুনিয়া ত্যাগ করলাম’

জিয়াউর রহমান

‘দোকান-সংসার চালাইতে পারলাম না, তাই দুনিয়া ত্যাগ করলাম’- চিরকুটে এমন কথা লিখে নিখোঁজ হয়েছিলেন জিয়াউর রহমান (৪৬) নামের এক ব্যবসায়ী। তার ট্রেনে কাটা পড়া মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

গত মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে চিরকুট লিখে রেখে নিখোঁজ হন পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের সেঞ্চুরি টেইলার্সের মালিক জিয়াউর রহমান। সেদিন সন্ধ্যার পর পাবনা-রাজশাহী রেললাইনের আটঘরিয়া উপজেলার মাঝপাড়া রেলওয়ে ট্র্যাকের ৯ নম্বর ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়েন তিনি। 

জিয়াউর রহমান ভাঙ্গুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সারুটিয়া ওয়াবদা এলাকার মৃত শাহজাহান আলী ছেলে।  

তার চাচাত ভাই জাকারিয়া হোসেন জানিয়েছেন, জিয়াউর রহমান দুই সন্তানের জনক। কয়েক বছর আগে তিনি ব্রেইনস্ট্রোক করেছিলেন। এর আগেও তিনি নিখোঁজ হয়েছিলেন। তবে, এবার সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান মিলেনি। তার নিখোঁজের পর ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 

জিয়াউর রহমানের ছোট ছেলে ইজাজ হোসেন বলেছেন, “আমি বাসা থেকে খাবার নিয়ে দোকান গিয়ে শুনি, বাবা দোকানে নেই। দোকানে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে গেছেন। এ সময় পাশের একটি টেবিলে একটি চিরকুট পাওয়া যায়। মনে হয়, যাওয়ার সময় আমার বাবা চিরকুট লিখে রেখে যান।” 

চিরকুটে জিয়াউর রহমান লিখেছেন, 'দোকান-সংসার চালাইতে পারলাম না, তাই দুনিয়া ত্যাগ করিলাম, কেউ দায়ী নয়।” তারপর তার নিজের নাম জিয়াউর রহমান লিখে ১৯/১১/২০২৫ ইং তারিখ লিখে গেছেন।

নিখোঁজ জিয়াউর রহমানের বিষয়ে থানায় জিডির তথ্য নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেছেন, ভাঙ্গুড়ার সেঞ্চুরি টেইলার্সের মালিক জিয়াউর রহমানের মাথায় সমস্যা ছিল। এর আগেও বেশ কয়েকবার নিখোঁজ হয়েছিলেন তিনি। যেহেতু, ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, তাই বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে।”

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেছেন, “ওই লোকটি বুধবার সন্ধ্যায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে ট্রেন এলে তিনি কাটা পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে ও পা কাটা পড়ে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

ঢাকা/শাহীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়