ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নেত্রী রাফিয়ার বাসার গেটে ককটেল বিস্ফোরণ, মামলা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৯, ২০ নভেম্বর ২০২৫   আপডেট: ১৯:৪৯, ২০ নভেম্বর ২০২৫
ডাকসু নেত্রী রাফিয়ার বাসার গেটে ককটেল বিস্ফোরণ, মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উন্মে উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার গেটে ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ নভেম্বর) মধ্যরাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকার বাসায় হামলা চালায় সন্ত্রাসীরা।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

খন্দকার জুলকারনাইন রাদ জানান, সন্ত্রাসীরা বাসার গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেরসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।  তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। 

তিনি বলেন, “থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।”

ঢাকা/মিলন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়