অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অপহরণকারী মো. জাকারিয়া আহমদ
র্যাবের অভিযানে হবিগঞ্জ জেলার বাহুবলের দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের ঘটনায় অভিযুক্ত অপহরণকারী মো. জাকারিয়া আহমদ গ্রেপ্তার হয়েছে। উদ্ধার হয়েছে অপহৃত স্কুল ছাত্রী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে বাহুবল থানায় দায়েরকৃত মামলার আসামি অপহরণের মূলহোতা মো. জাকারিয়া আহমদ (২০) গ্রেপ্তার হয়। সে জেলার বাহুবল উপজেলার দারিপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। উদ্ধার করা হয় স্কুল ছাত্রীকে। পরে তাদেরকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়- অপহৃত বাহুবল থানার বাসিন্দা ও দশম শ্রেণির ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে অশালীন কথাবার্তা বলে তাকে উত্ত্যক্ত করে আসছিল জাকারিয়া। এক সময় প্রেমের প্রস্তাব দেয় সে। তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে সে ওই স্কুলছাত্রীকে অপহরণের পরিকল্পনা করে।
২২ সেপ্টেম্বর বিকেলে স্কুল শেষে বাড়িতে যাওয়ার জন্য পায়ে হেঁটে সিএনজি স্টেশনে যাওয়ার পথে বাহুবলের হামিদনগর রাস্তার মুখে পৌঁছালে আগে থেকে প্রস্তুত হয়ে থাকা জাকারিয়া ও তার দলবল ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বাহুবল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে অপহরণকারীকে গ্রেপ্তার করে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করে।
ঢাকা/মামুন/এস