আ.লীগের ‘শাটডাউন’ কর্মসূচি: টুঙ্গিপাড়ায় ৪৬ জনকে আসামি করে মামলা
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ‘শাটডাউন’ কর্মসূচি পালনের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৪৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা দায়ের করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
এ মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহাকে প্রধান আসামি করা হয়েছে। ২১ জনের নাম উল্লেখ এবং ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ওসি জানিয়েছেন, গত ১৭ নভেম্বর শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে টুঙ্গিপাড়া উপজেলার কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন।
ঢাকা/বাদল/রফিক