সুনামগঞ্জে মুরগি চুরি নিয়ে সংঘর্ষ, আহত ৫৫ জন
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ।
একটি দেশি মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকে দুটি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের দরারপাড় ও দেওগাঁও গ্রামবাসীর মধ্যে এই ঘটনা ঘটে। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা সংঘর্ষে উভয় গ্রামের অন্তত ৫৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান জানান, উপজেলার দড়ারপার গ্রামের আবু বক্করের বাড়ি থেকে মুরগি চুরির অভিযোগ ওঠে পার্শ্ববর্তী দেওগাঁও (কুম্বাইন) গ্রামের যুবক নাহিদ মিয়ার বিরুদ্ধে। শুক্রবার রাতে একটি মুরগি চুরির ঘটনা ঘটলে মুরগির মালিক আবু বক্কর দেওগাঁও গ্রামে গিয়ে চুরির অভিযোগে নাহিদকে দোষারোপ করে। এসময় বাকবিতণ্ডা শুরু হলে আবুক্করকে আটকে রাখে নাহিদের লোকজন।
এদিকে আবু বক্করকে আটক করে রাখার বিষয়টি ছড়িয়ে পড়লে আবু বক্করের লোকজন নাহিদদের বাড়িতে যেতে চাইলে দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা দেখা যায়। এর জের ধরে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে উভয় গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগীতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে নারী শিশুসহ উভয় পক্ষের অন্তত ৫৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় কৈতক হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানি মেডিকেল চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ওসি সফিকুল ইসলাম।
ঢাকা/মনোয়ার/এস