কোনো চক্রান্ত নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না: আমান
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাভারের ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে বক্তব্য রাখেন আমান উল্লাহ আমান।
কোনো চক্রান্ত ত্রয়োদশ জাতীয় সংসদ অনুষ্ঠান বানচাল করতে পারবে না মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। তিনি বলেন, ‘‘নির্বাচন বানচাল করার জন্য ভারতে বসে সেই অপশক্তি ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন, চক্রান্ত করছেন। দেশেও অনেকে ষড়যন্ত্র করছেন, চক্রান্ত করছেন। কিন্তু কোনো ষড়যন্ত্র, চক্রান্ত নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।’’
শনিবার (২২ নভেম্বর) বিকেলে ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, ‘‘প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। গণতন্ত্রে ফিরতে হলে নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্রে ফেরার জন্য বাংলাদেশে নির্বাচন হতেই হবে।’’
তিনি বলেন, ‘‘দেশে সঠিক সময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচনে যেই জোয়ার উঠেছে, বিএনপি ক্ষমতায় আসবে, খালেদা জিয়া ক্ষমতায় আসবে, তারেক রহমান ক্ষমতায় আসবে।’’
ভোটার প্রতি আহ্বান জানিয়ে আমান উল্লাহ আমান বলেন, ‘‘প্রত্যেকে ভোটকেন্দ্রে যাবেন, পরিবারসহ ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিয়ে কেন্দ্রে বসে থাকবেন, ভোটগণনা শেষে ফলাফল নিয়ে তারপর ভোটকেন্দ্র ত্যাগ করবেন। এর আগে কেউ ভোট কেন্দ্র ছাড়বেন না।’’
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা/সাব্বির/বকুল