বিএনপি ক্ষমতায় গেলে মেধার ভিত্তিতে চাকরি পাবে: ডা. জাহিদ
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দিনাজপুরের নবাবগঞ্জে পথসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘‘বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ঘুষ-দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অবিচারের জায়গা একেবারে থাকবে না। যোগ্যতা ও মেধার ভিত্তিতে সবাই চাকরির সমান সুযোগ পাবে।’’
শনিবার (২২ নভেম্বর) বিকেলে থেকে নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘‘শিক্ষিত যুব সমাজকে আমরা নিশ্চয়তা দিতে চাই, মেধাই হবে চাকরির একমাত্র মানদণ্ড। ঘুষ-দুর্নীতি বা তদবিরের জায়গা থাকবে না।’’
তিনি আরো বলেন, ‘‘বিএনপি ক্ষমতায় এলে কৃষকের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। উৎপাদন, বাজার ও সরবরাহব্যবস্থা সংস্কার করে সবার জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা হবে।’’
এ পথসভায় গোলাপগঞ্জ ইউনিয়নসহ নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতারা বিএনপির বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ঢাকা/মোসলেম/বকুল