ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় রেজাউল করীম

বিদেশিদের দালালি করা দলকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ 

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ২৩ নভেম্বর ২০২৫  
বিদেশিদের দালালি করা দলকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ 

বরগুনার শাহাপট্টি সিদ্দিক স্মৃতি মঞ্চে আয়োজিত সভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “বিদেশিদের দালালি করা দলকে ক্ষমতায় দেখতে চায় না এ দেশের জনগণ। একটা দল বিদেশিদের দালালি করে আওয়ামী লীগের মতোই এখন ক্ষমতায় বসতে চাইছে। তাদের সরকার গঠন করতে ভোট দেবে না জনগণ।” 

শনিবার (২২ নভেম্বর) বিকেলে বরগুনার শাহাপট্টি সিদ্দিক স্মৃতি মঞ্চে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখা এই সভার আয়োজন করে।

রেজাউল করীম বলেন, “আইয়ামে জাহিলিয়াতের যুগ হার মানিয়েছিল আওয়ামী লীগ। নির্যাতন, গুম-খুন এমন কোনো অপরাধ নেই, যা তারা করেনি। বিদেশে টাকা পাচার করে সম্পদের পাহাড় গড়েছে তারা। এখন আবার বিএনপি আওয়ামী লীগের মতোই চাঁদাবাজি শুরু করেছে, বিদেশিদের দালালি শুরু করেছে। এক স্বৈরাচার বিদায় করে জনগণ মুক্তি পেয়েছে। এখন দেশের মানুষ ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায়। আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেব। ইসলামী দল ক্ষমতায় গেলে দেশ উন্নত হবে।” 

তিনি বলেন, “আগামী সংসদ নির্বাচনে হাত পাখা প্রতীকের বিজয় হলে চাঁদাবজি বন্ধের পাশাপাশি মিথ্যা মামলা থেকে মানুষ মুক্তি পাবে।”

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলাম, খেলাফত মজলিসসহ বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়