ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কৃষকের নামে ভুয়া ঋণ: কৃষি ব্যাংকে দুদকের অভিযান

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ২৩ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:০২, ২৩ নভেম্বর ২০২৫
কৃষকের নামে ভুয়া ঋণ: কৃষি ব্যাংকে দুদকের অভিযান

রাঙামাটির লংগদু কৃষি ব্যাংক শাখায় অভিযান চালিয়েছে দুদক।

কৃষকের নামে ব্যাংক থেকে ঋণ তুলে জালিয়াতি, ঋণ বিতরণে অনিয়মসহ নানা অভিযোগের ভিত্তিতে রাঙামাটির লংগদু কৃষি ব্যাংক শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৩ নভেম্বর) সকালে রাঙামাটি দুদকের পাঁচ সদস্যের দল অভিযান পরিচালনা করে।

অনুসন্ধান দলের নেতৃত্বে ছিলেন রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক রাজু আহমেদ, উপ-সহকারী বোরহান উদ্দীন এবং সহকারী পরিদর্শক আবু ছাদেক।

আরো পড়ুন:

দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন জানান, কৃষি ব্যাংকের বিরুদ্ধে পাওয়া অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলো দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারা আরো জানান, প্রাথমিক অনুসন্ধানে সাত কোটি টাকার অধিক অর্থ কেলেঙ্কারির তথ্য মিলেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আটারকছড়া ইউনিয়নের শতাধিক কৃষকের কাছ থেকে কৃষি প্রণোদনার কথা বলে ভোটার আইডি কার্ডের কপি ও ছবি সংগ্রহ করা হয়। পরে তাদের নামে ৩ হাজার ৫৪০ হাজার টাকা করে ঋণ উত্তোলন করা হলেও কৃষকদের হাতে দেওয়া হয় ২ হাজার টাকা। বাকি অর্থ আত্মসাৎ করে সংশ্লিষ্টরা গা ঢাকা দেয়। বর্তমানে এ সব ঋণের পরিমাণ প্রায় কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। 
 

ঢাকা/শংকর/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়