ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিতর্কিতদের নিয়ে প্রচার করব না: মঞ্জু

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২৩ নভেম্বর ২০২৫  
বিতর্কিতদের নিয়ে প্রচার করব না: মঞ্জু

খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নজরুল ইসলাম মঞ্জু।

বিএনপি মনোনীত খুলনা-২ (সিটি করপোরেশন আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেননি। তিনি ঐক্যবদ্ধ বিএনপিকে সঙ্গে নিয়েই খুব শীঘ্রই জোরেশোরে ভোটের মাঠে নামবেন বলে জানিয়েছেন। তবে বির্তকিত ব্যক্তিদের নিয়ে তিনি প্রচারে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। 

রবিবার (২৩ নভেম্বর) খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘‘এই শহরে যারা বির্তকিত ব্যক্তি, তাদের নিয়ে নির্বাচনী প্রচার করব না। ইতোমধ্যে এ ব্যাপারে আমি সতর্ক করেছি। বিতর্কিতরা যাতে সামনের কাতারে আসতে না পারে, সেজন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’’ 

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘‘এবারের নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সকলের অংশগ্রহণে নির্বাচন আমাদের স্বপ্ন। ১৬ বছরে অনেক রক্ত ঝরেছে। তরুণরা রক্ত দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। তারুণ্যের সেই স্বপ্ন বাস্তবায়নে তরুণদের জন্য বার্তা নিয়ে তারেক রহমান কিছু দিনের মধ্যে দেশে ফিরবেন। নতুন বাংলাদেশ গড়তে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন। তারেক রহমান তরুণদের জন্য বার্তা দেবেন।’’

এক প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, ‘‘মনোনয়নের ক্ষেত্রে এবার তদবির বাণিজ্য হয়নি। এবার ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে। তারেক রহমান তৃণমূল পর্যায়ে খোঁজখবর নিয়ে তিনটি বিষয়ে মূল্যান করে মনোনয়ন দিয়েছেন।’’

অপর এক প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, ‘‘বিএনপি বৃহৎ দল। এখানে পছন্দ-অপছন্দ থাকবে। তবে ঐক্যবদ্ধভাবে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে কাজ করবেন। খুলনা মহানগর বিএনপির বর্তমান নেতৃত্বে প্রচার চালানো হবে।’’ 

তিনি বলেন, ‘‘খালিশপুর ও দৌলতপুর থানার নেতাদের ঐক্যবদ্ধ করেছি। মহানগরীর ৫ থানায় ঐক্যবদ্ধ বিএনপিকে নিয়ে আমরা কাজ করতে চাই। সেভাবেই কাজ এগোচ্ছে। আমরা কাউকে বাদ দিয়ে নয়, আমরা সবাইকে নিয়ে থাকতে চাই। দলের গ্রুপিং নিয়ে ফেসবুকে লেখালেখি বন্ধ করেছি। কাজেই আমি সতর্কভাবে চলছি।’’ 

মতবিনিময় সভায় সাবেক মেয়র ও খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার, সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান মুরাদ, সিনিয়র নেতা, সাবেক কাউন্সিলররা উপস্থিত ছিলেন। 
 

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়