ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জের দুই পৌর এলাকায় গ্যাস নেই, ভোগান্তি চরমে

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ২৩ নভেম্বর ২০২৫   আপডেট: ১৯:২৯, ২৩ নভেম্বর ২০২৫
মুন্সীগঞ্জের দুই পৌর এলাকায় গ্যাস নেই, ভোগান্তি চরমে

মানিকগঞ্জের দুই পৌর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় মাটির চুলায় রান্না করতে বাধ্য হচ্ছেন অনেকে

মুন্সীগঞ্জ পৌরসভা ও মীরকাদিম পৌরসভা এলাকায় দুই দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে গ্যাস পাইপ ফেটে সরবরাহ বন্ধ হয়ে যায়। রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি।  

গ্যাসের অভাবে দেখা দিয়েছে জনভোগান্তি। কেউ রেস্তোরাঁ থেকে খাবার কিনে খাচ্ছেন। অনেকে মাটির চুলায় রান্না করছেন। সিলিন্ডার গ্যাসে রান্না করছেন কেউ কেউ।  

মুন্সীগঞ্জে শহরের বাগমামুদালী পাড়ার বাসিন্দা স্কুলশিক্ষিকা খালেদা আক্তার বলেছেন, গ্যাস না থাকায় শনিবার রাতে হোটেল থেকে খাবার কিনে এনে খেয়েছি। রবিবার ভোরে ঘুম থেকে উঠে গ্যাস না পেয়ে আবার সেই হোটেলের খাবারই পরিবারের সবাই খেয়েছি। কবে গ্যাসের চুলায় রান্না করতে পারব, সে চিন্তায় আছি।

শহরের মালপাড়া এলাকার গৃহিনী শামীমা নাসরিন বেলী জানিয়েছেন, তার বাসায় রান্নার জন্য গ্যাসের বিকল্প ব্যবস্থা নেই। রেস্তোরাঁর খাবারের ওপর ভরসা করতে হচ্ছে। পরোটা-ভাজি খেয়ে খেয়ে পেটে পীড়া হয়েছে। 

তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ফুতল্লা জোনাল ম্যানেজার আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, শনিবার বিকেল ৫টার দিকে পঞ্চবটি এলাকায় ৪০ ফুট মাটির নিচে সঞ্চালন লাইনে লিকেজ ও ফাটল দেখা দেওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। শনিবার রাতভর মাটি খনন করা হয়। রবিবার সকাল থেকেও ভেকু দিয়ে মাটি খনন করা হচ্ছে। পাইপলাইন মেরামত হলে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

মুন্সীগঞ্জ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজার শরীফুল ইসলাম বলেছেন, মুন্সীগঞ্জের সাড়ে ১৩ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে। নারায়ণগঞ্জে পাইপ ফেটে যাওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে। পাইপ মেরামত করা হচ্ছে। মেরামতকাজ শেষ হলেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

ঢাকা/রতন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়