ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরের তাপমাত্রা ১৪.২ ডিগ্রি, তেঁতুলিয়ার কত? 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ২৪ নভেম্বর ২০২৫   আপডেট: ১১:৪৫, ২৪ নভেম্বর ২০২৫
দিনাজপুরের তাপমাত্রা ১৪.২ ডিগ্রি, তেঁতুলিয়ার কত? 

কুয়াশার চাদর ভেদ করে ছুটে চলেছে একটি গাড়ি

হাড় কাঁপানো শীতে কাঁপছে দিনাজপুরের মানুষ। দিনের বেলায় সূর্যের তাপ একটু বাড়লেও সন্ধ্যার পর থেকে অনুভূত হতে থাকে কনকনে শীত। সোমবার (২৪ নভেম্বর) সকালে এখানে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন:

দিনাজপুর জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৯টায় দিনাজপুরে তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ। দেশের সর্বনিন্ম তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আজ রংপুর ১৬.৫, সৈয়দপুর, ১৫.৫, বগুড়া ১৭.৪, ঈশ্বরদী (পাবনা) ১৫.২, রাজশাহী ১৪.৮, কুড়িগ্রামের রাজারহাট ১৫.৪ ও চুয়াডাঙ্গা ১৫.০ ডিগ্রি সেলসিয়া তাপমাত্রা রেকর্ড হয়েছে।

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়