ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এফিডেভিট করে দল ছাড়ছেন আ. লীগ নেতা

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ২৪ নভেম্বর ২০২৫   আপডেট: ১২:১২, ২৪ নভেম্বর ২০২৫
এফিডেভিট করে দল ছাড়ছেন আ. লীগ নেতা

নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছেড়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জের মো. শিপন মিয়া (২৬) নামে এক নেতা। গত ২০ নভেম্বর এফিডেভিট করে তিনি দল ছাড়ার আইনি ঘোষণা দেন। এর একটি কপি তিনি পৌর বিএনপির সভাপতিকেও পাঠিয়েছেন।

রড-সিমেন্ট ও বালু ব্যবসায়ী শিপন মিয়া করিমগঞ্জ পৌর এলাকার পশ্চিম নয়াকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে। 

আরো পড়ুন:

আওয়ামী লীগ ছাড়ার এফিডেভিটে শিপন মিয়া লেখেন, “আমি করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলাম। প্রকৃতপক্ষে আমি আওয়ামী লীগের বিগত কার্যক্রমে কখনোই সক্রিয়ভাবে অংশগ্রহণ করিনি এবং বর্তমানেও আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সহিত আমার কোনো সম্পৃক্ততা নাই। বর্তমানে ও বিগত আওয়ামী লীগের নানা অপরাধমূলক ও অন্যায় কাজ দৃশ্যমান হওয়ায় আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে আমার পদ-পদবী হইতে অর্থাৎ করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ ঘোষণা করিলাম। অদ্য হইতে আওয়ামী লীগের সহিত আমার কোনো ধরণের সম্পৃক্ততা নাই।”

শিপন মিয়ার এফিডেভিটভিত্তিক দলত্যাগ স্থানীয় রাজনীতিতেও আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে তার এফিডেভিটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে।

রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ফোনে যোগাযোগ করা হলে শিপন মিয়া আওয়ামী লীগ থেকে নিজের পদত্যাগের কথা স্বীকার করেন। তিনি জানান, ব্যক্তিগত, সামাজিক ও ধর্মীয় জীবনে নিরপেক্ষভাবে চলার উদ্দেশ্যেই রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক সময় অপ্রয়োজনীয় বিতর্ক ও দায়–দায়িত্ব নিতে হয়, যা তিনি আর বহন করতে চান না।

তিনি বলেন, “আমি আর রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চাই না। কারণ আমার পেশা ব্যবসা। আমি আওয়ামী লীগ আমলেই দল ছাড়তে চেয়েছিলাম, কিন্তু সুযোগ হয়নি। এখন যেহেতু একটি অনুকূল পরিবেশ আছে, সুযোগটি কাজে লাগিয়ে পদত্যাগ করেছি।”

বিষয়টি নিয়ে করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল বলেন, “আমাকেও তিনি (শিপন মিয়া) এফিডেভিটের কপি পাঠিয়েছেন। তাছাড়া ফেসবুকেও বিষয়টি দেখেছি।”

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়