ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে বিলুপ্তপ্রায় অ্যালবিনো গোখরা উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ২৪ নভেম্বর ২০২৫   আপডেট: ১৯:৪৩, ২৪ নভেম্বর ২০২৫
ঝিনাইদহে বিলুপ্তপ্রায় অ্যালবিনো গোখরা উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে বিলুপ্তপ্রায় একটি অ্যালবিনো গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ভবননগর গ্রামে সাপটি দেখতে পান স্থানীয় কয়েকজন। পরে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন তারা।

প্রকৃতিপ্রেমী নাজমুল হক বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, মৃত সাপটি অ্যালবিনো গোখরা প্রজাতির। এটি দেখতে পুরোপুরি উজ্জ্বল হলুদ রঙের। সাধারণ গোখরার গায়ের রঙ কালো বা বাদামি হলেও জেনেটিক মিউটেশনজনিত অ্যালবিনিজমের কারণে এই সাপের শরীরে মেলানিন তৈরি হয়নি। তাই সাপটির রঙ স্বাভাবিকের তুলনায় একেবারে সাদা বা হলুদ দেখাচ্ছে।  সাপটি ফ্রিজে সংরক্ষণ করে জাদুঘরে প্রদর্শনীর প্রস্তুতি নেওয়া হচ্ছে।’’

বিশেষজ্ঞরা বলছেন, অ্যালবিনো গোখরা অত্যন্ত বিরল ও বিষাক্ত। গোখরার কামড়ের কয়েক মিনিটের মধ্যেই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। 

খুলনা বিভাগীয় (যশোর জোন) বন কর্মকর্তা অমিতা মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়