ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদকের বিনিময়ে পণ্য পাচারকালে আটক ৯

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ২৫ নভেম্বর ২০২৫  
মাদকের বিনিময়ে পণ্য পাচারকালে আটক ৯

কক্সবাজারে মিয়ানমার থেকে মাদক এনে তার বিনিময়ে বাংলাদেশি খাদ্য ও পণ্য সামগ্রী পাচারের সময় ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচারের পরিকল্পনা করছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ১১টায় কোস্ট গার্ড বাঁকখালী মোহনা-সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক ফিশিং ট্রলার তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে মাদকের বিনিময়ে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের মধ্যে আছে— প্রায় ১৩ লাখ ৭০ হাজার টাকা দামের ২৯ বস্তা ময়দা, ২৮ হাজার পিস গ্যাস লাইট, ৪ হাজার ৮০০ প্যাকেট কয়েল, ২৮ বস্তা রসুন, ৬২৪ প্যাকেট সাবান, ৭০ বস্তা ডিএপি সার এবং ৯৬ বোতল সয়াবিন তেল। এ সময় ট্রলারসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

ঢাকা/তারেকুর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়