ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২৫ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:৫১, ২৫ নভেম্বর ২০২৫
কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলায় ১২ জনকে খালাস দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাবরিনা নার্গিস এ রায় দেন। রায়ের সময় দণ্ডিত একজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

আরো পড়ুন:

মৃতুদণ্ডপ্রাপ্তরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার দেড়কোটা গ্রামের জিয়াউল্লাহ জিয়া এবং জুয়েল রানা। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার ফজলুল হক, আজাদ রহমান, সাদ্দাম হোসেন, আবদুল কাদের ও কবির আহমেদ।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনিরুল হক ভূইঁয়া জানান, আসামিরা ২০১৩ সালের ২২ এপ্রিলে ব্যবসায়ী আনোয়ারকে কুপিয়ে তার চায়ের দোকানে আগুন ধরিয়ে দেয়। পরে তিনি ঢাকায় চিকিৎসার্ধীন অবস্থায় মারা যান।

আসামি পক্ষের আইনজীবীরা জানান, রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করবেন। 

ঢাকা/রুবেল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়