ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্ধারিত সময়েই নির্বাচন: শারমীন এস মুরশিদ

রংপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ২৫ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:১৪, ২৫ নভেম্বর ২০২৫
নির্ধারিত সময়েই নির্বাচন: শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনকে সরকারের চেয়ে বেশি প্রস্তুতি নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকেও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‘নারী-শিশুর সুরক্ষায়, জনতার কাতারে সরকার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আরও জানান, দেশের প্রতিটি অঞ্চলে জুলাই যোদ্ধাসহ অন্যান্য কমিটিকে সঙ্গে নিয়ে একযোগে নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করা হবে।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আমিরুল//

সর্বশেষ

পাঠকপ্রিয়