ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওসির কাছে আবেদনপত্র ভাইরাল, আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ২৫ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:৫০, ২৫ নভেম্বর ২০২৫
ওসির কাছে আবেদনপত্র ভাইরাল, আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা

আবেদনপত্রের এই ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আবেদন করে মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৭ সদস্যের আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই আবেদনপত্রের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ওসি এ ধরনের কোনো আবেদনপত্র পাননি বলে জানিয়েছেন।   

সোমবার (২৪ নভেম্বর) মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামালের কাছে মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৭ সদস্য আবেদন করেন বলে জানা গেছে। 

পদত্যাগকারী ইউপি সদস্যরা হলেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. কবির মোল্যা, ২ নম্বর  ওয়ার্ড সদস্য মো. জাহিদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড সদস্য ঈমান আলী, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. সাদিকুর রহমান সাদেক, ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. মজিবর ফকির, সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড সদস্য রেহানা আক্তার লাকী এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য হেনা আক্তার।

আবেদনে তারা উল্লেখ করেন, আমরা নিম্ন স্বাক্ষরকারী মহারাজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য লিখিতভাবে আপনাকে অবগতি করিতেছি, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর শাখার কোনো প্রকার কার্যক্রমে বর্তমানে জড়িত নই এবং ভবিষ্যতেও থাকিব না।

মো. কবির মোল্যা বলেন, ‘‘বিগত দিনে আওয়ামী লীগ একটি শুদ্ধ রাজনৈতিক দল ছিল। যে কারণে আমরা আওয়ামী লীগের রাজনীতি করতাম। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাই এই দলের রাজনীতির সাথে যুক্ত থাকলে হয়তো আমাদের পরিষদ থেকে দূরে থাকতে হতে পারে। এতে জনগণের ভোগান্তি হতে পারে ধারণা করে আমরা ওসির কাছে আবেদন করেছি যে, এই দলের সাথে আর সম্পৃক্ত থাকব না।’’

মো. জাহিদুল ইসলাম বলেন, ‘‘এভাবে আমাদের ওসির কাছে আবেদন দেওয়াটা উচিত হয়নি। এটি একটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে করা উচিত ছিল। আমরা নিজেদের মধ্যে সে বিষয়ে আলাপ-আলোচনা করছি।’’

তবে ওসি মোস্তফা কামাল আবেদন পাওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘‘তারা থানায় এসেছিলেন। এ সময় তাদের কাছে এলাকার খোঁজখবর নিলে তারা জানায় পরিস্থিতি ভালো রয়েছে। তবে আমি কোনো আবেদন পাইনি এবং তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছে এ বিষয়টিও আমার জানা নেই।’’

ঢাকা/বাদল//

সর্বশেষ

পাঠকপ্রিয়