ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী বেহেস্তের টিকেট বিক্রি করছে: সেলিমা
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছেন সেলিমা রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেছেন, ‘‘একটি ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী ধর্মের নামে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে বেহেস্তের টিকেট বিক্রি করছে।’’
নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বগুড়ার শেরপুর পৌর শহরের ডিজে উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী সমাবেশে তিনি এ সব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, ‘‘বগুড়ার মাটি বিএনপি ছাড়া অন্য কিছু নয়। এটি বিএনপির ঘাঁটি। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের আরো সক্ষম করে তুলবেন।’’
তিনি বলেন, ‘‘দেশমাতা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন শিক্ষায় মেয়েদের জন্য উপবৃত্তি চালু করেন এবং নারীদের সকল ক্ষেত্রে ক্ষমতা ও কাজের সুযোগ করে দেন।’’
তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন বিএনপির এই সিনিয়র নেতা। তিনি আওয়ামী সরকারের আমলে নোয়াখালীতে নারী ধর্ষণের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশ পরিচালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুন রায় চৌধুরী। তিনি বলেন, ‘‘বেহেশতের টিকিটের মালিক আল্লাহ, কোনো দল নয়। ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে।’’
সমাবেশে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের প্রার্থী মোশারফ হোসেন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাঈন, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার প্রমুখ।
ঢাকা/এনাম/বকুল