ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম বন্দরের প্রবেশ পথে স্কপের অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ২৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১১:১৭, ২৬ নভেম্বর ২০২৫
চট্টগ্রাম বন্দরের প্রবেশ পথে স্কপের অবরোধ

চট্টগ্রাম বন্দরের একাধিক প্রবেশ পথে অবরোধ করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। 

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরের একাধিক প্রবেশ পথে অবরোধ করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। 

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে প্রায় শতাধিক শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দ লাল পতাকা ও ব্যানার হাতে এই কর্মসূচিতে অংশ নিয়েছে। দুপুর ১টা পর্যন্ত বন্দরের তিনটি পয়েন্টে এই অবরোধ চলবে বলে নেতৃবৃন্দ জানিয়েছে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল এবং লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে গত শনিবার এ কর্মসূচির ঘোষণা দেয় স্কপ। গতকাল মঙ্গলবার এতে পূর্ণ সমর্থন জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। 

এক বিবৃতিতে বাম জোটের শরিক দলগুলোর নেতাকর্মীদের বন্দর অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও এতে সমর্থন দিয়েছে।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল জানান, পূর্বঘোষিত বন্দর অবরোধ কর্মসূচির অংশ হিসেবে মাইলের মাথা (সিমেন্স হোস্টেল), টোল রোডের টোলপ্লাজা গেট ও বড়পোল এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়