ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় গ্রিড রক্ষণাবেক্ষণ

দুই দিন বিদ্যুৎ থাকবে না কালীগঞ্জের ৩ এলাকায় 

গাজীপুর পূর্ব প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ২৬ নভেম্বর ২০২৫  
দুই দিন বিদ্যুৎ থাকবে না কালীগঞ্জের ৩ এলাকায় 

জাতীয় গ্রিড লাইনের রক্ষণাবেক্ষণকাজের কারণে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তিনটি এলাকায় দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আক্তার হোসেন।

তিনি জানিয়েছেন, আগামী ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) ও ২৯ নভেম্বর (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণকাজ চলবে। এ সময়ে কালীগঞ্জ, সেভেন রিংস এবং জাংগালিয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে, গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় কালীগঞ্জ উপজেলা, কালীগঞ্জ থানা এলাকা এবং প্রোপার ফিডার এলাকায় বিকল্পভাবে বিদ্যুৎ সংযোগ সচল রাখা হবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

রক্ষণাবেক্ষণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করা এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের স্বার্থে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি নির্ধারিত দুই দিনে সবার সহযোগিতা কামনা করেছে গাজীপুর পবিস-১ এর কালীগঞ্জ জোনাল অফিস।

ঢাকা/রফিক সরকার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়