ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২৭ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:১৭, ২৭ নভেম্বর ২০২৫
নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা

নিহত আনোয়ার হোসেন সাব্বির।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় তুচ্ছ ঘটনায় আনোয়ার হোসেন সাব্বির (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক দুইজনকে গ্রেপ্তার করেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বৃহস্পতিবার (২৭ নভেম্বর) হত্যার তথ্য জানান। তিনি মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে মাথায় কুপিয়ে ওই যুবককে গুরুতর আহত করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

আরো পড়ুন:

বুধবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার ধানশালিক ইউনিয়নের চর গুল্যাখালী গ্রামের পান বেপারী বাড়িতে সাব্বিরকে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা নেওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।    

নিহত সাব্বির উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের তাজু ড্রাইভার বাড়ির মো. লিটনের ছেলে। গ্রেপ্তাররা হলেন, উপজেলার ধানশালিক ইউনিয়নের পান বেপারী বাড়ির মো. সিরাজের ছেলে আব্দুর সোবহান শামীম (৩০) ও তার স্ত্রী ফারহানা আক্তার (২৩)।

নিহত সাব্বিরের বন্ধু আনোয়ার হোসেন শাকিল জানান, লাউ গাছ কাটা নিয়ে বিবাদে ক্ষিপ্ত হয়ে শামীম তার হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে সাব্বিরকে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

ঢাকা/সুজন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়