ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে বিউটি পার্লার থেকে তরুণীর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ১ ডিসেম্বর ২০২৫  
কক্সবাজারে বিউটি পার্লার থেকে তরুণীর লাশ উদ্ধার

ফাইল ফটো

কক্সবাজার শহরের একটি বিউটি পার্লার থেকে নাদিয়া ইসলাম ঝিমি (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে শহরের বৌদ্ধ মন্দির সড়কে ‘ঝিমি’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুন’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাদিয়া ইসলাম ঝিমি শহরের বাহারছড়া এলাকার জাফর আলমের মেয়ে। কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াছ খান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

পারিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর আগে নাদিয়া জানতে পারেন, তার স্বামী মোহাম্মদ ইয়াসিন দ্বিতীয় বিয়ে করেছেন। এরপর অভিমান করে বাবার বাড়িতে চলে আসেন তিনি।

রবিবার বেলা ৩টার দিকে পার্লারে কাজ আছে বলে বাসা থেকে বের হন নাদিয়া। রাতে কাজের কথা বলেই পার্লারে থেকে যান। তবে, পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইলে কথা হয় তার। কিন্তু, সোমবার সকালে থেকে মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। একাধিকবার কল করলেও রিসিভ না করায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পার্লারে যান।

এ সময় পার্লারের ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন। তবে, কোনো সাড়াশব্দ পাননি। জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে সিলিংয়ের সঙ্গে নাদিয়ার ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

ওসি ইলিয়াছ খান বলেন, ‘‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়