ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরে চিকিৎসক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ৩ ডিসেম্বর ২০২৫  
শরীয়তপুরে চিকিৎসক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি

চোর আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।

শরীয়তপুর শহরে চিকিৎসক দম্পতির বাসার তালা ভেঙে দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে। চোরের পালিয়ে যাওয়ার একটি ভিডিও সিসিটিভিতে ধরা পড়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে শরীয়তপুর শহরের আমিনবাগ এলাকার শিল্পকলা একাডেমির পাশের ভবনে চুরি হয়।

আরো পড়ুন:

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’’

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, সুব্রত কুমার ও তার স্ত্রী ঐশী মণ্ডল দুইজনই চিকিৎসক। তারা শরীয়তপুরের দুটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। চাকরির সুবাদে গত ফেব্রুয়ারি মাসে তারা রাজশাহী থেকে এসে শরীয়তপুরে বসবাস শুরু করেন। তিন মাসে আগে শহরের আমিনবাগ এলাকার শিল্পকলা একাডেমির পাশের ভবনে ভাড়া বাসায় ওঠেন। প্রতিদিনের মতো বুধবার (৩ ডিসেম্বর) সকালে স্বামী ও স্ত্রী হাসপাতালে যায়। দুপুরে বাসার তালা ভেঙে চোর বাসার ভেতরে প্রবেশ করে। 

চোর বাসায় থাকা আলমারি ভেঙে অন্তত ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। বাসার নিচে দিয়ে যাওয়ার সময় ওই চোরের মুখমণ্ডল ধরা পড়ে ভবনে লাগানো সিসিটিভির ক্যামেরায়।

ডা. ঐশী মণ্ডল বলেন, ‘‘আমার বিয়েতে বাবার বাড়ি থেকে দেওয়া পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন খোয়া গেছে।’’

চিকিৎসক সুব্রত কুমার বলেন, ‘‘কমপক্ষে সাড়ে ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে। এ ঘটনায় পর আমরা ভয়ে আছি।’’

চুরির বিষয়টি থানায় অবগত করেছেন বলে জানান ডা. সুব্রত কুমার। 
 

ঢাকা/আকাশ/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়