ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মমেক হাসপাতালে ২ ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ৪ ডিসেম্বর ২০২৫  
মমেক হাসপাতালে ২ ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের সেপ্টেম্বর থেকে হাসপাতালে ২৮ জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পার্সন ডা. ফরহাদ হোসেন হীরা জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আরজুন সরকার (৬৫) ও জামালপুরের সরিষাবাড়ি উপজেলার শিউলী আক্তার (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

এছাড়াও বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৬৫ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে পুরুষ ৩৭ জন, নারী রোগী ১৫ জন এবং শিশু রয়েছে আরো ১৩ জন।

প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও। ডেঙ্গু প্রতিরোধে স্থানীয়ভাবে দৃশ্যমান কোন উদ্যোগ না থাকায় অসন্তোষ সৃষ্টি হয়েছে ভুক্তভোগী মহলে।

ঢাকা/মিলন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়