জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া
ব্রিজবেন টেস্টে রাজত্ব অব্যাহত রেখেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে প্রবল চাপে রেখে জয়ের সুবাস পাচ্ছেন তারা। এমনকি ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনাও তৈরি করেছে স্বাগতিকরা। যদি এমনটা হয় তাহলে কঠিন পরিস্থিতিতেই পড়তে হবে বেন স্টোকস, রুটদেরকে।
শনিবার তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের রান ৬ উইকেটে ১৩৪। ১৭৭ রানে পিছিয়ে থেকে তারা দ্বিতীয় ইনিংস শুরু করেছিল। এখনও তারা ৪৩ রানে পিছিয়ে। এর আগে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৫১১ রানে।
পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের শুরুটা খারাপ ছিল না ইংল্যান্ডের। চা-বিরতির আগে ৪৫ রান তুলে নেয় কোনো উইকেট না হারিয়ে। বিরতির পর শেষ সেশনেই সব গণ্ডগোল! বোল্যান্ডের বলে বোল্ড হন বেন ডাকেট (১৫) । এরপর জ্যাক ক্রলি ও ওলি পোপ ৪২ রানের জুটি গড়েন। পেসার নাসেরের জোড়া আঘাতে ক্রলি ও পোপ সাজঘরে ফেরেন মুহূর্তেই।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রুটকে থামানোর প্রয়োজন ছিল অজিদের। মিচেল স্টার্ক সেই কাজটা করেন। রুট এবার থেমে যান ১৫ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। স্টার্ক টিকতে দেননি জেমি স্মিথকেও। আরেক প্রান্তে রিভিউ নিয়ে ১৫ রান করা হ্যারি ব্রুককে ফেরান বোল্যান্ড। উইকেটে আছেন স্টোকস ও উইল জ্যাকস। দুজনই অপরাজিত ৪ রান করে।
এর আগে ৬ উইকেটে ৩৭৮ রান নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া। ৫১১ রানে থেমে তাদের ইনিংস। ফিফটি তুলে ক্যারির ইনিংস থেমে যায় ৬৩ রানে। মাঠে নেমে স্টার্ক ব্যাট হাতে জ্বলে উঠেন। নয়ে নেমে ১৪১ বলে ৭৭ রান করেছেন যা ছিল অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ। তার ব্যাটে ভর করে স্বাগতিকদের রান ৫০০ পেরিয়ে যায়। কোনো সেঞ্চুরি ছাড়া অস্ট্রেলিয়ার ৫০০ দলীয় রান করার পঞ্চম ঘটনা এটি।
ইংল্যান্ডের হয়ে বল হাতে ব্রাইডন কার্স ১৫২ রানে নিয়েছেন ৪ উইকেট। স্টোকস ৩টি উইকেট নেন।
প্রথম টেস্ট অস্ট্রেলিয়া মাত্র দুদিনে জিতে নিয়েছিল। এই ম্যাচেও চতুর্থ দিন হয়ে যেতে পারে ফয়সালা।
ঢাকা/ইয়াসিন