ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল শুরু

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:২৬, ৬ ডিসেম্বর ২০২৫
কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল শুরু

দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর কিশোরগঞ্জের হাওরাঞ্চলের বালিখলা-শান্তিপুর-মিঠামইন রুটের দুটি ফেরি চলাচল আবার চালু হয়েছে। এতে হাওরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়।

জানা যায়, চলতি বছরের ২৫ মে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কিশোরগঞ্জের ঘোরাউত্রা, ধনুসহ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পায়। পানি বৃদ্ধির ফলে হাওরের সঙ্গে করিমগঞ্জের বালিখোলা ও চামড়াঘাট, মিঠামইনের শান্তিপুর ফেরিঘাট, ইটনার বড়িবাড়ি ও বলদা ফেরিঘাটের সংযোগ সড়ক তলিয়ে যায়। এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তর হাওরাঞ্চলে চলাচল করা ফেরিগুলো বন্ধের ঘোষণা দেয়।

স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ জেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলার বালি খোলা হয়ে হাওরের তিন উপজেলার সঙ্গে যোগাযোগ রক্ষা করেন হাজার হাজার মানুষ। আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় তাদের।

এ বিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, ‘‘৬ মাস বন্ধ থাকার পর ফেরি চলাচল আবার শুরু হয়েছে। সেবার মান ও নিরাপত্তা নিশ্চিতে আমাদের নিয়মিত তদারকি চলছে।’’

ঢাকা/রুমন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়