দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে বন্দুক হামলা, নিহত ১১
দক্ষিণ আফ্রিকার একটি হোস্টেলে বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। শনিবার ভোরে রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমে অবস্থিত সলসভিল শহরতলিতে বন্দুকধারীদের হামলায় আরো ১৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে।
পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথে বলেন, “কমপক্ষে তিনজন অজ্ঞাত বন্দুকধারী এই হোস্টেলে প্রবেশ করে, যেখানে একদল লোক মদ্যপান করছিল এবং তারা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।”
গুলিবর্ষণের উদ্দেশ্য অজানা এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে অপরাধপ্রবণ দেশটিতে ধারাবাহিক গণহারে গুলিবর্ষণের ঘটনাগুলির মধ্যে এটি সর্বশেষ ঘটনা।
হামলায় নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক ছেলে এবং ১৬ বছর বয়সী এক মেয়েও রয়েছে।
ম্যাথে বলেন, “"আমি নিশ্চিত করতে পারি যে মোট ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।”
হোস্টেলটিকে ‘অবৈধ শিবিন’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “এই অবৈধ ও লাইসেন্সবিহীন মদের দোকানের ক্ষেত্রে আমরা একটি গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। এখানে নিরপরাধ মানুষও ক্রসফায়ারের কবলে পড়ে।”
ঢাকা/শাহেদ