ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাটমোহর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ৪ জানুয়ারি ২০২৬  
চাটমোহর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কেক কেটে উদযাপন করছেন সাংবাদিকরা।

ঐক্য ও গৌরবময় অভিযাত্রার ৩৬ বছর এই স্লোগানকে সামনে রেখে পাবনার চাটমোহর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 

এ উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টায় চাটমোহর নতুন বাজার খেয়াঘাট এলাকায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালু রহমান জুয়েল, সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, শামীম হাসান মিলন, বিপ্লব আচার্য, শাহীন রহমান, ইকবাল কবির রঞ্জু, আব্দুল লতিফ রঞ্জু, বকুল রহমান, তুষার ভট্টাচার্য, ইফতেখার টুটুল, এমএ জিন্নাহ, জাহাঙ্গীর আলম আপেল, জাকির সেলিম, জাহাঙ্গীর আলম মধু, শিমুল বিশ্বাস, সাইফুল ইসলাম, সোহেল খান, সুদীপ্ত কর্মকারসহ সকল সদস্যবৃন্দ।

সাংবাদিকরা বলেন, দীর্ঘ ৩৬ বছর ধরে চাটমোহর প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামীতেও প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে বলে মত ব্যক্ত করেন তারা।

ঢাকা/শাহীন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়