ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের প্রার্থিতা বৈধ ঘোষণা

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ১০ জানুয়ারি ২০২৬  
জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের প্রার্থিতা বৈধ ঘোষণা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

শনিবার (১০ জানুয়ারি) শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি।

আরো পড়ুন:

এর প্রতিক্রিয়ায় রাশেদ প্রধান সাংবাদিকদের বলেছেন, আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। তাই, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। তবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। সারা দেশে বিএনপির ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়ন বৈধতা দেশবাসীকে ভাবিয়ে তুলেছে। 

জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, আজ আমি এখানে দলের সভাপতি এবং আইনজীবী হিসেবে আসিনি। আমি এসেছি আমার ভাইয়ের জন্য। ওসমান হাদির হত্যার বিচার চেয়ে তার বোনের আকুতি আপনারা দেখেছেন, আমিও আমার ভাইয়ের মনোনয়নপত্রের বৈধতার জন্য এসেছিলাম এবং সফল হয়েছি, আলহামদুলিল্লাহ। শফিউল আলম প্রধানের পুত্র এবং কন্যা হিসেবে আমরা দেশের জন্য একতাবদ্ধ আছি। 

রাশেদ প্রধান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ এবং পঞ্চগড়-২ আসনে জাগপার প্রার্থী।

এর আগে গত ৩ জানুয়ারি হলফনামা-সংক্রান্ত জটিলতায় জাগপা মনোনীত প্রার্থী রাশেদ প্রধানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

পরে ৬ জানুয়ারি প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন রাশেদ প্রধান। সেই আপিলে আজ শনিবার প্রার্থিতা ফিরে পান তিনি।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়