ইতিহাসে আমার সবচেয়ে বেশি নোবেল পাওয়া উচিত: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো নিজেকে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য ব্যক্তি বলে দাবি করেছেন। শুক্রবার তিনি বলেছেন, তিনি মনে করেন না যে, ইতিহাসে তার চাইতে বেশি নোবেল কারো পাওয়া উচিত।
ওয়াশিংটনের হোয়াইট হাউসে তেল ও গ্যাস নির্বাহীদের সাথে বৈঠকের পর সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে ট্রাম্পকে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোর মার্কিন প্রেসিডেন্টের সাথে নোবেল শান্তি পুরস্কার ভাগাভাগি করার প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল।
জবাবে ট্রাম্প বলেন, “যা ঘটেছে তাতে নরওয়ে খুবই লজ্জিত। মানুষ ট্রাম্পকে পছন্দ করুক বা না করুক, আমি আটটি যুদ্ধের মীমাংসা করেছি - বড় যুদ্ধ।”
প্রসঙ্গত, নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের নির্বাচনের দায়িত্ব নরওয়েজিয়ান নোবেল কমিটি।
ট্রাম্প বলেন, “কিছু যুদ্ধ ৩৬ বছর, ৩২ বছর, ৩১ বছর, ২৮ বছর, ২৫ বছর ধরে চলছে। কিছু সবেমাত্র শুরু করার প্রস্তুতি নিচ্ছে, যেমন ভারত ও পাকিস্তান, যেখানে ইতিমধ্যে আটটি জেট বিমান আকাশে গুলি করা হয়েছে।”
তিনি জানান, ‘পারমাণবিক অস্ত্র ছাড়াই দ্রুত’ দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ব্যবস্থা করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি ইতিহাসে আমার চেয়ে বেশি নোবেল পুরষ্কার পাওয়ার কথা ভাবতে পারি না, এবং আমি গর্ব করতে চাই না কিন্তু অন্য কেউ যুদ্ধের নিষ্পত্তি করতে পারেনি। ওবামা নোবেল পুরষ্কার পেয়েছিলেন। তিনি কেন পেয়েছেন তা জানেন না। তিনি এখনো কোনো ধারণা রাখেন না।”
ট্রাম্প জানান রুশ প্রেসিডেন্ট পুতিন তাকে ফোন করে বলেছেন, “আপনার বন্ধ করা প্রতিটি যুদ্ধের জন্য আপনার নোবেল পুরষ্কার পাওয়া উচিত। এগুলো ছিল বড় যুদ্ধ। এগুলো এমন যুদ্ধ যা কেউ ভাবেনি যে থামানো যাবে।”
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “প্রেসিডেন্ট পুতিন আমাকে ফোন করেছিলেন (এবং) তিনি এমন দুটি যুদ্ধ সম্পর্কে বলেছিলেন যে তিনি ১০ বছর ধরে থামানোর চেষ্টা করছেন (কিন্তু) তিনি তা করতে সক্ষম হননি। তিনি বিশ্বাস করতে পারছিলেন না।”
ঢাকা/শাহেদ