রাজধানীতে স্কুলছাত্রীর গলা কাটা লাশ উদ্ধার
রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বনশ্রীর জি ব্লকের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে লিলিকে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ হত্যাকাণ্ডে পরিবার বা পরিচিতরা জড়িত কি না, তা নিয়ে তদন্ত চলছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
ঢাকা/এমআর/বুলবুল/রফিক