ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বঙ্গোপসাগরে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, সোয়া ৮ লাখে বিক্রি 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ১০ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৫৩, ১০ জানুয়ারি ২০২৬
বঙ্গোপসাগরে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, সোয়া ৮ লাখে বিক্রি 

কক্সবাজারে বঙ্গোপসাগরে জেলেদের টানা জালে ১০৯ মণ ছুরি মাছ ধরা পড়েছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বঙ্গোপসাগরে জেলেদের টানা জালে ১০৯ মণ ছুরি মাছ ধরা পড়েছে। শনিবার (১০ জানুয়ারি) টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া নৌঘাট সংলগ্ন বঙ্গোপসাগরে মাছগুলো ধরা পড়ে।

স্থানীয়রা জানান, টেকনাফের গোদারবিল এলাকার বাসিন্দা হাফেজ আহমদের মালিকানাধীন জাল নিয়ে শনিবার ভোর ৫টায় মহেশখালীয়া পাড়া নৌঘাট থেকে সমুদ্রে রওনা দেন জেলেরা। এ সময় তাদের সঙ্গে ছিলেন ২৫ জন মাঝি-মাল্লা। দুপুরের দিকে জাল টানা শুরু করা হয়। কয়েক ঘণ্টা পরই জালে ঝাঁকে ঝাঁকে ছুরি মাছ আটকে পড়ে। পরে মাছগুলো মেপে ৪ হাজার ৩৬০ কেজি তথা ১০৯ মণের ওজন হয়।

আরো পড়ুন:

স্থানীয় ব্যবসায়ী মো. এখলাস প্রতি মণ সাড়ে ৭ হাজার টাকা দরে মাছগুলো ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন। পরে গোডাউনে নেওয়া হবে। মাছগুলো শুঁটকি হিসেবে প্রস্তুত করে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন এখলাস।

জালের মালিক হাফেজ আহমদ বলেন,  “আল্লাহর রহমতে আমার জালে প্রায়ই ভালো মাছ ধরা পড়ে। চলতি মৌসুমেও পর্যাপ্ত পরিমাণ ছুরি মাছ পাওয়া গেছে।”

মাঝি মো. ইসলাম বলেন, “অনেকদিন মাছের অপেক্ষার পর আজ ৮ লাখ টাকার বেশি মাছ পেয়েছি। জেলেরা খুব খুশি।”

এদিকে, মাছগুলো দেখতে ভিড় করেন স্থানীয় লোকজন। প্রত্যক্ষদর্শীরা বলেন, এত মাছ একসঙ্গে দেখে তাদের নিজেদেরও আনন্দ লাগছে।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ সিনিয়র মৎস্য কর্মকর্তা উমূল ফারা বেগম তাজকিরা বলেন, “শীতের মৌসুমে সাধারণত এসব মাছ বেশি ধরা পড়ে। জেলেরা চাহিদা মেটানোর পর দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরেও রপ্তানি করা হয়।”

ঢাকা/তারেকুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়