ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমান প্রতিহিংসার রাজনী‌তি দূর করবেন, আশা জাপা নেতা‌দের

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ১০ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:২২, ১০ জানুয়ারি ২০২৬
তারেক রহমান প্রতিহিংসার রাজনী‌তি দূর করবেন, আশা জাপা নেতা‌দের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সত্যিকারের উদার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায়  নেতৃত্ব দে‌বেন এবং বাংলা‌দে‌শ থে‌কে প্রতি‌হিংসার রাজনী‌তি দূর কর‌বেন বলে আশা ব্যক্ত করেছে জাতীয় পার্টির (জাপা) একাংশ।

বিএনপির চেয়ারম্যান নির্বা‌চিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে শ‌নিবার (১০ জানুয়ারি) দেওয়া এক যৌথ বিবৃতিতে এ প্রত্যাশার কথা বলেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

আরো পড়ুন:

তারা ব‌লেছেন, “বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি থেকে  হানাহানি, প্রতিহিংসা, জিঘাংসা, প্রতিশোধপরায়নতা দূর করে ফিরিয়ে আনতে পারেন সোহার্দ্য ও ভালোবাসার রাজনীতি।” 

আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, “শুধু একটি দলের নেতা হিসেবে নয়, বাংলাদেশের সকল মানুষের নেতা হিসেবে তারেক রহমান নিশ্চিত করবেন সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা। পাশাপাশি,বাংলাদেশ যেন হয়ে ওঠে জ্ঞান-বিজ্ঞান চর্চার  উর্বর ভূমি, সেই ধরনের একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্বও তারেক রহমানকে দিতে হবে সামনের কাতারে থেকে। যে বাংলাদেশে হবে সকল ধর্মের অনুসারীদের তীর্থভূমি। যেখানে থাকবে না, ধর্মান্ধতা-কূপমণ্ডুকতা।” 

তা‌রেক রহমা‌নের সাহ‌সী নেতৃ‌ত্বে বাংলা‌দেশ এগিয়ে যা‌বে, এমন প্রত‌্যাশাও ক‌রেন জাপার দুই শীর্ষ‌ নেতা। 

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়