ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নৌবাহিনীর অভিযান: মালয়েশিয়াগামী ২৭৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৫৪, ৪ জানুয়ারি ২০২৬
নৌবাহিনীর অভিযান: মালয়েশিয়াগামী ২৭৩ জন আটক

বঙ্গোপসাগরে অবৈধ পথে বিদেশে আদম পাচারের একটি বড় প্রচেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। 

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে একটি কাঠের বোটসহ ২৭৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে মানবপাচারকারী দালাল চক্রের ১০ সদস্য রয়েছে বলে নিশ্চিত করেছে নৌবাহিনী।

আজ রবিবার বিকেলে চট্টগ্রাম নৌবাহিনীর মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। 

​গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ এই বিশেষ অভিযান পরিচালনা করে। সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি সন্দেহভাজন কাঠের বোট দেখতে পায় নৌবাহিনী। ​বোটটিকে থামার সংকেত দিলে পাচারকারীরা সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। একপর্যায়ে নৌবাহিনী ধাওয়া করে বোটটিকে মাঝ সমুদ্রে আটক করতে সক্ষম হয়। পরে বোট থেকে আটক করা হয় ২৭৩ জনকে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সমুদ্র পাড়ি দিচ্ছিল। 

উদ্ধারকারী দল জানায়, বোটটিতে ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ তোলা হয়েছিল। এ ছাড়া সেখানে কোনো ধরনের জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাবার কিংবা সুপেয় পানি ছিল না।

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, এই নড়বড়ে বোট নিয়ে গভীর সমুদ্র পাড়ি দেওয়া ছিল চরম ঝুঁকিপূর্ণ। সময়োচিত এই অভিযানের ফলে শত শত মানুষের প্রাণহানি ও সম্ভাব্য একটি বড় ধরনের মানবিক বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে।

​অভিযান শেষে আজ সকালে আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত বোটটি পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। দালাল চক্রের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নৌবাহিনী জানিয়েছে, দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে এবং সমুদ্রপথে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে তাদের কঠোর নজরদারি ও নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

ঢাকা/রেজাউল//

সর্বশেষ

পাঠকপ্রিয়