ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহ-৪ 

বিএনপি প্রার্থী রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:০৫, ৪ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থী রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

রাশেদ খান

ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানকে তার অফিস দুই দিনের মধ্যে ছেড়ে দিতে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাশেদ খানের দাবি, গতকাল শনিবার বিকেলে অফিস ভবনের মালিক মনিরুজ্জামান বাবলুর কাছে মোহাম্মদ বিল্লাল হোসেন ও তার লোকজন এ হুমকি দেয়। অভিযুক্তরা স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থক বলেও জানান তিনি।   

তবে মনিরুজ্জামান বাবলু বলেছেন, ‘‘এটা কোনো হুমকি না। অযথা অভিযোগ করা হয়েছে। বিল্লাল ও আমরা একসঙ্গে বিএনপি করি। আমাদের মধ্যে বন্ধুর মতো সম্পর্ক।’’ 

বিল্লাল তাহলে কী বলেছে জানতে চাইলে মনিরুজ্জামান বাবলু বলেন, ‘‘এটা হুমকি বলা যায় না। বিল্লাল বলছিল, আমরা একসঙ্গে দল করি। রাশেদের ঝামেলা এখানে না আনাই ভালো। আমরা এখানে মিলেমিশে দল করছি, ভালো আছি। রাশেদ অন্য কোথাও অফিস ভাড়া নিক।’’

বিল্লাল হোসেন কালীগঞ্জ পৌরসভাধীন চাঁচড়া মাঠপাড়ার মো. আজহার মণ্ডলের ছেলে।

সম্প্রতি নির্বাচনী কার্যক্রম চালানোর জন্য রাশেদ খান কালীগঞ্জ পৌর শহরের কোটচাঁদপুর সড়কের আড়পাড়ায় অফিস ভাড়া নেন। কয়েক দিন ধরে অফিস গোছানোর কাজ চলছিল। এখনো অফিসে তিনি বসেননি।

রাশেদ খান বলেন, ‘‘আমি বিষয়টি জেনেছি। যারা অফিস না নেওয়ার জন্য বলছে, তারাও বিএনপির নেতাকর্মী। আমাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। তা ছাড়া এই আসন থেকে মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে লেখাপড়া করেছি। এখন যদি তার কোনো চাওয়া বা অভিযোগ থাকে, দলের উচ্চপর্যায়ে জানাতে পারেন। বিষয়টি তারা দেখবেন এবং সমাধান করবেন। আমরা দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে চাই।’’

এভাবে শত্রুতা করতে থাকলে সুস্থ গণতন্ত্র ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেন রাশেদ খান। এ ঘটনায় কোথাও লিখিত অভিযোগ দেননি বলেও জানান তিনি। 

এ বিষয়ে জানতে বিল্লাল হোসেনের মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। তবে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘‘রাশেদ খান ঝিনাইদহ সদরের বাসিন্দা। বিএনপিতে সে সদ্য যোগদান করে মনোনয়ন পেয়েছে। তার সাথে আমার কোনো শত্রুতা নেই। যার বিল্ডিং-এ অফিস ভাড়া নিচ্ছে সেও বিএনপি করে। বিল্ডিং মালিক দিলে এখানে কোনো সমস্যা নেই। আর বিল্লাল ও বিল্ডিং মালিক বাবলু সম্পর্কে বন্ধু। তাদের মধ্যে কি কথা হয়েছে সেটি অভিযোগ আকারে দেওয়া নিচু মনমানসিকতার কাজ।’’

উল্লেখ্য রাশেদ খান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। গত ২৭ ডিসেম্বর তিনি বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। বিএনপি ঝিনাইদহ-৪ আসনে তাকে দলীয় মনোনয়ন দিয়েছে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের বাসিন্দা। 

এ দিকে উল্লেখিত আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। তিনি এই আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। 

ঢাকা/শাহরিয়ার//

সর্বশেষ

পাঠকপ্রিয়