কেরাণীগঞ্জে কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত
কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকার কেরাণীগঞ্জে একটি এয়ার ফ্রেশনার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও তিনজন দগ্ধ হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কালিন্দী ইউনিয়নের গদাবাগ নিউটাউন সিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ছাব্বির রহমান (১৯)। তার গ্রামের বাড়ি পাবনায়।
ফায়ার সার্ভিস জানায়, কারখানাটিতে পাঁচজন শ্রমিক কাজ করতেন। বিকেলে হঠাৎ আগুন লাগে। এ সময় সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক ছাব্বিরকে মৃত ঘোষণা করেন।
কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, ‘‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন।’’
ঢাকা/শিপন/রাজীব