চুয়াডাঙ্গায় মাঝারি শৈত্যপ্রবাহ
চুয়াডাঙ্গা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চুয়াডাঙ্গায় অনেকেই খড়-কাঠে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন
চুয়াডাঙ্গায় টানা দুই সপ্তাহ ধরে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অধিকাংশ দিনেই আকাশে সূর্যের দেখা মিলছে না। চারিদিক কুয়াশায় ঢেকে থাকছে। প্রবল ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের কর্মজীবী মানুষরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
উত্তরের হিমেল হাওয়া বইতে থাকায় জনদুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। খুব প্রয়োজন ছাড়া কেউ কাজে বের হচ্ছেন না। অনেকেই খড়-কাঠে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জীবিকার তাগিদে অনেকে শীতে কাঁপতে কাঁপতে কাজে বের হচ্ছেন।
জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও), সামাজিক সংগঠন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। তবে, তা চাহিদার তুলনায় কম।
এ বিষয়ে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান বলেছেন, তাপমাত্রার এ অবস্থা জানুয়ারি মাসজুড়ে বিরাজ করতে পারে।
ঢাকা/মামুন/রফিক