ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উঠোন বৈঠকে হাসনাত আবদুল্লাহ

নেতা এক দিন টাকা নিয়ে ভোটারদের পিছনে ঘোরে, ৫ বছর ঘোরায়

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০১, ৬ জানুয়ারি ২০২৬
নেতা এক দিন টাকা নিয়ে ভোটারদের পিছনে ঘোরে, ৫ বছর ঘোরায়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, “এবার আপনারা কেন্দ্র পাহারা দেবেন। কেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করবেন। এবার আমরা টাকার কাছে বিক্রি হব না। যে টাকা নিয়ে আসবে, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। নেতা একদিন ভোটারদের পিছনে ঘোরে ১ হাজার টাকা নিয়ে, আর ভোটাররা ৫ বছর টাকা নিয়ে ঘোরে নেতার পিছনে।”

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিরাল্লা এলাকায় এক উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

হাসনাত আবদুল্লাহ বলেন, “ভোট তাদের বিরুদ্ধে দেবেন, যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মামলাবাজি করে। ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য এবার আমরা ভোট দেব।”

হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার সকালে দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

ঢাকা/রুবেল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়