ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিদ্যালয়ে তালা 

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:২৭, ৬ জানুয়ারি ২০২৬
পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিদ্যালয়ে তালা 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে কয়েকজন শিক্ষার্থী। 

বিদ্যালয়-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ পায়নি। তারা ক্ষুব্ধ হয়ে তালা ঝুলিয়েছে। এতে শিক্ষা কার্যক্রমে সাময়িকভাবে ব্যাহত হয়েছে। 

লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হাসিনা মমতাজ বলেছেন, নির্বাচনি পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী ফেল করে। আজ তারা পরীক্ষায় সুযোগ দেওয়ার জন্য বলে। সেটা না মানায় এই শিক্ষার্থীরা এসে তালা দেয়। এখন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা হচ্ছে। তালা খোলা হয়েছে।

ঢাকা/মনোয়ার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়