ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:৫১, ৭ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটূক্তির অভিযোগ, অধ্যক্ষের কক্ষে তালা

ঝালকাঠির রাজাপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে রাজাপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসেনের বিরুদ্ধে। এর প্রতিবাদে এবং অভিযুক্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মাদ্রাসার সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধরা। এ সময় অধ্যক্ষ মাদ্রাসায় ছিলেন না। তিনি অফিশিয়াল কাজে ঢাকায় অবস্থান করছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আবু সায়েম আকন, মো. মাসুম হোসেন, মো. পনির মৃধা, মো. রবিউল হোসেন প্রমুখ। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মুহাম্মদ জাকির হোসাইন বলেন, ‘‘পরিকল্পিতভাবে ফাঁসাতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি মাদ্রাসার একটি নিয়োগ থেকে যারা সুবিধা নিতে চেয়ে ব্যর্থ হয়েছে তারাই এমনটা করছে।’’

রাজাপুর কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবু তাহের খান বলেন, ‘‘অধ্যক্ষ অপরাধী হলে তদন্ত করে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। কিন্তু, তার কক্ষে তালা দেওয়াটা যুক্তিযুক্ত নয়।’’

ঢাকা/অলোক/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়