ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৩১, ৮ জানুয়ারি ২০২৬
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

শরীয়তপুরের বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকার একটি রসুন ক্ষেত থেকে সোহান বেপারীর মরদেহ উদ্ধার হয়।

শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ধারণা, ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটলে মারা যান তিনি। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকায় ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

নিহত সোহান পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। গত শনিবার রাত থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে। আজ বৃহস্পতিবার ভোরে বিকট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে বের হয়ে স্থানীয়রা রসুন ক্ষেতে সোহান বেপারীর মরদেহ পরে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মেদ বলেন, “আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি। মরদেহের শরীরে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/সাইফুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়