ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কালীগঞ্জে ধর্ষণ মামলার আসামির আত্মসমর্পণ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ৮ জানুয়ারি ২০২৬  
কালীগঞ্জে ধর্ষণ মামলার আসামির আত্মসমর্পণ

ঝিনাইদহের কালীগঞ্জে এক বিধবা নারীকে ধর্ষণ ও গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি শাহিনুর রহমান থানায় আত্মসমর্পণ করেছেন। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে কালীগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শাহিনুর রহমান। তিনি শ্রমিক নেতা। কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনসহ এলাকাবাসী মোটরসাইকেলে করে তাকে নিয়ে থানায় যান।

থানায় আত্মসমর্পণের আগে অভিযুক্ত শাহিনুর রহমান সাংবাদিকদের বলেন, আমি নির্দোষ। আইনের প্রতি শ্রদ্ধা রেখে স্বেচ্ছায় ঝিনাইদহের কালীগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করছি। আমার বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর নদীপাড়া আড়পাড়া এলাকায় নিজ বাড়িতে অনৈতিক কর্মে জড়িত থাকার অভিযোগে এক নারী ও দুই ছেলেকে আটক করে এলাকাবাসী। তাদেরকে গাছে বেঁধে মারধর করা হয়। এ সময় ওই নারী দুই যুবকের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেওয়ার কথা স্বীকার করেন এবং পরে টাকাও ফেরত দেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ৫ জানুয়ারি কালীগঞ্জ থানায় মামলা করেন ওই নারী। এ মামলায় হাসান আলী নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ মামলাটি সাজানো, অভিযোগ তুলে ৬ জানুয়ারি মানববন্ধন করে এলাকাবাসী। তাদের দাবি, ওই নারী নিজ বাড়িতে অসামাজিক কার্যকলাপ করেন। এর আগেও তিনি বিভিন্ন এলাকায় ধরা পড়েছেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিজের অপরাধ আড়াল করতে ধর্ষণের মামলা করেছেন ওই নারী।  

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেছেন, শাহিনুর রহমান আদালতে আত্মসমর্পণ করার জন্য যাচ্ছিল। পরে সে থানায় আসে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা/সোহাগ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়