ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচনের শঙ্কায় জামায়াত প্রার্থীর অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:০৯, ৮ জানুয়ারি ২০২৬
ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচনের শঙ্কায় জামায়াত প্রার্থীর অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ইশরাত ফারজানার সঙ্গে জেলা জামায়াতের আমিরসহ পাঁচ সদস্যের একটি দল নিয়ে সাক্ষাৎ করে এই অভিযোগ করেন তিনি।

আরো পড়ুন:

জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন জানান, বিভিন্নভাবে জামায়াতের প্রার্থীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আসন্ন নির্বাচনে বিএনপির মদদপুষ্ট প্রিজাইডিং অফিসার নির্ধারণ করাসহ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখার বিষয়ে আশ্বস্ত করেছেন।

ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বলেন, ‘‘ঠাকুরগাঁও-১ আসনের জামায়েতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন মৌখিকভাবে কিছু অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/হিমেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়