ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শায়েস্তাগঞ্জে ৮৮ বস্তা অবৈধ জিরার চালানসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৫৫, ৯ জানুয়ারি ২০২৬
শায়েস্তাগঞ্জে ৮৮ বস্তা অবৈধ জিরার চালানসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানি করা ৮৮ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর রেল ক্রসিংয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায়। এ সময় প্রায় ২ হাজার ৬৪০ কেজি ওজনের ৮৮ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়।

আরো পড়ুন:

ডিবি জানায়, জব্দ করা জিরাগুলো অবৈধভাবে ভারত থেকে আমদানি করা হয়েছিল। অভিযানের সময় ঘটনাস্থল থেকেই চালানটির সঙ্গে সম্পৃক্ত একজনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, “জব্দ করা জিরা ও গ্রেপ্তার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তির নাম গোপন রাখা হয়েছে।”

ঢাকা/মামুন/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়