ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ৮ জানুয়ারি ২০২৬  
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ডিভাইসসহ জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে শহরের পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র। মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বেলা আড়াইটার দিকে তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আরো পড়ুন:

সনাতন চক্রবর্তী জানান, একটি চক্র আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করছে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সনাতন চক্রবর্তী আরো বলেন, ‘‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুইজন স্বীকার করেছেন- ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষার হলে উত্তর সরবরাহের লক্ষ্যে তারা সেখানে অবস্থান করছিলেন। আমরা তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ সূত্র পাচ্ছি।’’ 

আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিযোগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ঢাকা/আমিরুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়