ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে প্রশ্নফাঁস চক্রের ২ সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ১০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:১৬, ১০ জানুয়ারি ২০২৬
কক্সবাজারে প্রশ্নফাঁস চক্রের ২ সদস্য আটক

আটক হওয়া প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য।

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৯ জানুয়ারি) পরীক্ষা চলাকালে কক্সবাজার সিটি কলেজ ও দক্ষিণ খুরুশকুল কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রুপালি বাজারপাড়া এলাকার আক্তার আহমেদের ছেলে ফজলুল হক এবং কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের লুৎফার বাপের পাড়ার হাবিনুল মান্নানের স্ত্রী জেসমিন আক্তার। তারা দুজনই পরীক্ষার্থী ছিলেন।

কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ডিভাইস এবং একটি পুলিশের ব্যাগ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটক দুজন প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত। আটকের পর তাদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলার জন্য এজাহার দায়ের করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দীন বলেন, “জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এজাহার পাওয়া গেছে। মামলাটি রুজুর প্রক্রিয়া চলছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকা/তারেকুর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়