তারেক রহমানের কক্সবাজার সফর স্থগিত
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। (ফাইল ফটো)
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য কক্সবাজার সফর স্থগিত করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র দপ্তর সম্পাদক ইউসুফ বদরী রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরের দলীয় সিদ্ধান্ত হয়েছিল।
কক্সবাজার সফরে বিমান থেকে অবতরণ করার পর বিমানবন্দর থেকে ‘সবার আগে দেশ’ লোগো সম্বলিত গাড়িতে করে কক্সবাজারের পেকুয়ায় জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ, ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করানোর কথা ছিল তারেক রহমানের।
সেখান থেকে লোহাগাড়া হয়ে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে যোগদানের কথা ছিল।
কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করার পর কক্সবাজারের সফরও স্থগিত করা হয়। যেহেতু কক্সবাজারের সফরটি অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়নি, সে কারণে নির্বাচন কমিশন থেকে কক্সবাজারের সফরের ব্যাপারে কোন কিছু বলা হয়নি। তাই অফিসিয়ালভাবে না জানালেও দলের অভ্যন্তরীণ সিদ্ধান্তে বিএনপি চেয়ারম্যানের কক্সবাজার সফর স্থগিত করা হয়েছে।
ঢাকা/তারেকুর/এস