ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ১

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ১০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:০৮, ১০ জানুয়ারি ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ১

আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তা।

ঢাকার আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত এক মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মো. মনিরুল ইসলাম নামে আশুলিয়া থানার এক উপ-পরিদর্শক (এসআই)।

আহত এই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার পর অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত শিহাব (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।

পুলিশ জানায়, গতকাল (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেপ্তারে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আশুলিয়ার বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। 

এসময় সোহেলের সহযোগী ও পরিবারের লোকজন অতর্কিতভাবে দেশীয় অস্ত্রসহ পুলিশের উপর হামলা চালালে গুরুতর আহত হন এসআই মনিরুল ইসলাম।

পুলিশের উপর হামলার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, “রাতে সোহেলকে গ্রেপ্তার করতে গেলে তার সহযোগী ও পরিবারের লোকজন পুলিশের উপর হামলা চালালে এসআই মনিরুল ইসলাম আহত হন। তিনি চিকিৎসাধীন রয়েছেন। সোহেল পালিয়ে গেলেও হামলার সাথে জড়িত শিহাব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশা হামলার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঢাকা/সাব্বির/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়