ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রশাসন নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাইছে: শিবির সভাপতি

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ১০ জানুয়ারি ২০২৬  
প্রশাসন নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাইছে: শিবির সভাপতি

কুষ্টিয়ায় ইসলামী ছাত্রশিবিরের সাথী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

“প্রশাসন এক পক্ষের দিকে ঝুঁকে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাইছে” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।  

আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া হাজী শরীয়তুল্লাহ একাডেমিতে শিবিরের সাথী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘‘জামায়াতে ইসলামী ও অন্যান্য স্টেকহোল্ডারদের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা দিতে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের পদক্ষেপ এখন পর্যন্ত আশাব্যঞ্জক নয়। আমরা বলেছি, প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে। এক পক্ষের দিকে ঝুঁকে না যায়। কিন্ত প্রশাসন এক পক্ষের দিকে ঝুঁকে পড়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে।’’  

শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য প্রশাসনের যে তৎপরতা থাকার কথা ছিল, সেখানে আমরা দুর্বলতা দেখছি। ওসমান হাদীসহ বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড ঘটছে কিন্তু প্রতিকার নেই। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তৎপরতাও দুর্বলতা রয়েছে।’’ 

তিনি বলেন, ‘‘চিন্তা করেছিলাম জুলাই পরবর্তী চাঁদাবাজ, টেন্ডারবাজি মুক্ত বাংলাদেশ গঠন করা হবে কিন্তু কোনো জায়গায় কোনোরকম উন্নতি আমরা লক্ষ্য করছি না। বর্তমান ইন্টেরিম সরকারের শক্ত অবস্থান না থাকার কারণে ধীরে ধীরে অপকর্মগুলো বেড়ে চলেছে।’’ 

শিবিরের এই সভাপতি বলেন, ‘‘যে ধরনের অরাজকতা হচ্ছে, সরকারের কিছু ক্ষেত্রে স্বদিচ্ছা থাকলেও রুট লেভেলে প্রশাসন রেসপন্স করছে না। এর দায় সরকারকে নিতে হবে। নির্বাচনে জনগণ যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে, এ ব্যাপারে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকেই।’’ 

এ সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দর, কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতী আমির হামজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

ঢাকা/কাঞ্চন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়